Friday, May 13, 2022

কাউনিয়ায় হামদ-নাত ও ক্বিরাত চুড়ান্ত পর্বে ১২ প্রতিযোগি

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ বাস্তবায়নে আন্তঃ উপজেলা হামদ-নাত ক্বিরাত প্রতিযোগিতা ২০২২ দুই গ্রুফ থেকে ১২ জন উদিয়মান প্রতিযোগি চুড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ইউনিয়নে পৃথক ভাবে মনমুগ্ধ পরিবেশনার মধ্যদিয়ে গ্রুফে (০৫-১৫ বছর) জন এবং গ্রুফে (১৫-৩০ বছর) থেকে জন প্রতিভাবান শিশু-কিশোর, যুবক-যুবা চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার গৌরব অর্জন করেছেন।

নির্বাচিতরা
 হলেন-


চুড়ান্ত পর্বে এদের মধ্যথেকে জন প্রতিযোগিকে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত করা হবে। জিন্নাহ-চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সার্বিক তত্বাবধানে দক্ষ বিচারকমন্ডলী এবং কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের দুই ক্ষুদে উপস্থাপক সুমাইয়া ওহী সঞ্চালনায় ইউনিয়ন ভিত্তিক ইসলামী সঙ্গীতে প্রতিভা বিকাশের বর্ণিল মঞ্চে প্রথমবার আন্তঃ উপজেলা হামদ-নাত ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


No comments:

Post a Comment