Friday, May 27, 2022

কাউনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কুর্শা ইউনিয়ন

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুর্শা ইউনিয়ন একাদশ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মে) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম। সভাপতিত্ব করেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, .লীগ নেতা মশিউর রহমান মশি, ইউপি সদস্য মহির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

উপজেলার ইউনিয়ন হারাগাছ পৌরসভাসহ ৭টি দল পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় বালাপাড়া ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ একাদশকে - গোলের ব্যবধানে হারিয়ে কুর্শা ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে টুর্নামেন্ট সেরা খেলোয়ার হিসেবে সম্মাননা ক্রেষ্ট এবং চ্যাম্পিয়ন কুর্শা ইউনিয়ন একাদশ রানার্সআপ বালাপাড়া ইউনিয়ন একাদশকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

-এমআর

No comments:

Post a Comment