Monday, May 30, 2022

কাউনিয়ায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলার ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৃথক ভাবে হারাগাছ পৌরসভাসহ ইউনিয়ন ভিত্তিক গ্রুপে প্রথম দ্বিতীয় শ্রেণী এবং গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যথেকে উর্ত্তীন একজন করে প্রতিযোগি এতে অংশ নেয়। সব কমলমতি শিশুদের নিয়ে দিনব্যাপী চলে দৌড়, চকলেট দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, নাচ-গান, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন  প্রতিযোগিতা।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, প্রত্যাশার আলো সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

-এমআর   

No comments:

Post a Comment