নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে নিভৃতপল্লী মৌলভী বাজার এলাকায় আল ইসলাহ নুরানী ও কওমী মাদরাসার ঘর নির্মাণে উপজেলা চেয়ারম্যানের মানবিক সহায়তা তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার
(৩১ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুল ইসলাম ও সুপার মো. জিহাদ বিন বেলালকে এ নগদ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম, প্রোগ্রাম অফিসার মৃত্যুঞ্জয় সেন প্রমূখ।
কালবৈশাখী ঝড়ে মাদরাসার একটি ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। শ্রেণীকক্ষ সংকটে খোলা আকাশের নীচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পাঠদান কার্যক্রমে সীমাহীন দুর্ভোগে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সংক্রান্তে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রচার কালে মাদরাসার ঘর নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ছিলেন সংশ্লিষ্টরা।

No comments:
Post a Comment