Wednesday, May 25, 2022

কাউনিয়া বিএনপি’র কর্মী সভায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

 


নিজস্ব প্রতিবেদক 
কেন্দ্রীয় নির্দেশে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাঁজাতে রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে বিকেল ৫টা পর্যন্ত চলে কর্মী সভা।

কাউনিয়া দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় কর্মী সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।


কর্মী সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙা, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।


অন্যদের মধ্যে বক্তৃতা দেন- উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক সরকার, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ মন্ডল, কুর্শা বিএনপির সভাপতি হামিদ বিএসসি ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার ইউনিয়নসহ হারাগাছ পৌরসভা থেকে দীর্ঘদিন পর নানা দাবীতে মুখরিত ব্যানার ফেস্টুন সম্বলিত খন্ডখন্ড মিছিল নিয়ে স্বতস্ফূর্ত ভাবে সভাস্থলে যোগদেন ওয়ার্ড ইউনিয়নের উজ্জীবিত নেতাকর্মীরা।


কর্মী সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনা, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন, ইভিএম পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

আগামী উপজেলা বিএনপির সম্মেলনের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একটি শক্তিশালী নির্ভরযোগ্য কমিটি গঠন এবং স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।



-এমআর

No comments:

Post a Comment