বিদ্যালয়ের ৮ম শ্রেণির সামিহা রহমান বর্ণ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, রবীন্দ্র সঙ্গীত ও লালন সঙ্গীতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব লাভ করেছে। এবং হামদ- এ বিদ্যালয়টির দশম শ্রেণির শিক্ষার্থী তাজনোভা জান্নাত তাজমিম শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এ বছর মাধ্যমিক স্কুল পর্যায়ে শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ মীরবাগ কলেজ এবং কারিগরিতে বড়ুয়াহাট টেকনিক্যাল বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
বড়ুয়াহাট টেকনিক্যাল বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহ্ রেজাউল করিম, মীরবাগ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন ও বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আওলাদ হোসেন হয়েছেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান।
বড়ুয়াহাট টেকনিক্যাল বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের কামরুল হুদা, মীরবাগ কলেজের আহসান হাবীব, ধুমেরকুঠি সিনিয়র মাদ্রাসার মাইদুল ইসলাম ও কাউনিয়া বালিকা বিদ্যালয়ের তানজিন সুলতানাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থী, পাশের হার ও ফলাফলসহ নানা ক্যাটাগরির ভিত্তিতে বিদ্যালয়, প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেণি শিক্ষকসহ বিভিন্ন বিষয়ে নির্বাচিত করা হয়েছে।

No comments:
Post a Comment