নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রাম থেকে ফারুক হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার ছিদ্দিকুল ইসলামের ছেলে এবং মীরবাগ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পরিবার জানায়, রোববার (১৫ মে) রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফারুক। কিছু সময় পর তার বাবা সাংসারিক বিষয়ে কথা বলতে গেলে ফারুকের কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ছেলে ঘরের ধরনার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ঝুঁলে আছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এসে গলার কাপড় কেটে ফারুককে নিচে নামিয়ে তাকে মৃতবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

No comments:
Post a Comment