নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী ও লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় টেপামধুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্প আয়োজনে অক্সফ্যাম সহায়তায় এ সমাপনী সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম।
বক্তব্য রাখেন- প্রকল্পের জেলা সমন্বয়কারী কবীর আলম, ইউপি সদস্য আব্দুল মতিন, জহিরআহমেদ, ওপিয়া, যুব সমাজ সামাজিক উন্নয়ন সংগঠন সভাপতি ও সাধারণ সম্পাদক, সিবিএ নেত্রীসহ রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড অফিসার রুহুল আমিন সরকার, মাসুদ রানা, আনোয়ার হোসেন প্রমূখ।
প্রকল্পের সমাপনী সভায় ইউনিয়ন পর্যায়ে মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নে কর্মপরিকল্পনা এবং ইউনিয়ন পরিষদ তথা সরকারি দপ্তর গুলোর নানা কর্মকান্ডের সাথে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যানসহ সদস্যগণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

No comments:
Post a Comment