Saturday, November 2, 2024

কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে ইঁদুর মারা বিষ খেয়ে মোহনা খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (০১ নভেম্বর) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথচর গ্রামে ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানাগেছে, শহীদবাগের প্রাণনাথচর গ্রামের মহসিন আলীর মেয়ে প্রাণনাথচর আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন বাবার কাছে টাচ্ মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে। নিয়ে মোহনার মা তাকে বকাবকি করেন। এতে করে মোহনা মনের দুঃখে ক্ষোভে বাড়ির লোকজনের অগোচরে ঘরে রাখা ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে ছটফট করতে থাকে।

পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শরিফ ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট (বিষ) খেয়ে কিশোরী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর

No comments:

Post a Comment