নিজস্ব সংবাদদাতা
সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়া থানায় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
রোববার
(১০ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সকল থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে কাউনিয়া থানা হলরুমে অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান যুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) সেলিমুর রহমান, এসআই রেজা, নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের এএসআই সারমিন সুলতানা, শিক্ষক-সাংবাদিক, বিভিন্ন এলাকার নানা শ্রেণীপেশার মানুষসহ থানা পুলিশের অফিসারবৃন্দ।
ওসি বলেন, বাংলাদেশ পুলিশের নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক থানা গুলোতে চালু হওয়ায় দ্রুত সেবা গ্রহণ আরো সহজ করবে।

No comments:
Post a Comment