নিজস্ব সংবাদদাতা
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ৫২’র ভাষা আন্দোলনের মর্মন্তদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন, থানাপুলিশ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকসহ অনেকে। পরে ভাষা শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে নিরবতা এবং দোয়া করা হয়।
রক্তে রাঙ্গানো একুশের কর্মসুচীতে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা এবং মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় মুনাজাত/বিশেষ প্রার্থনা।
No comments:
Post a Comment