Tuesday, February 22, 2022

কাউনিয়ায় ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

 


নিজস্ব সংবাদদাতা 
গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আর-কে রোড হলদিবাড়ী রেল গেইটের পশ্চিমে জনৈক মোস্তফা মিয়ার পানের দোকানের সামনে ঢাকাগামী বরকত ট্রাভেলস কোচ গাড়ী তল্লাশী চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং নারীসহ জনকে গ্রেফতার করেছে। সময় ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ধৃতরা হলেন- রতন কুমার রায় (৩০) পিতা- অনন্ত কুমার রায় সাং- মৌজাশাখাতি ২। নজমুল হক (২২) পিতা- আব্দুস সালাম সাং- শাখাতি উত্তর নবুপাড়া, উভয় থানা- কালীগঞ্জ ৩। ইসমোতারা খাতুন (৩০) স্বামী- আব্দুল্লাহ হেল বাকি সাং- উত্তর জাওরাণী, সকলের জেলা- লালমনিরহাট।

ওসি জানান, কোচ গাড়ীর যাত্রীবেশে প্লাষ্টিকের বস্তার ভিতর স্কুল ব্যাগে করে ১২০ বোতল ফেন্সিডিল বহন কালে তাদের গ্রেফতার করা হয়। ধৃর্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

No comments:

Post a Comment