Wednesday, February 23, 2022

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহসান হাবিব নান্নু (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার আর-কে রোডে মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত নান্নু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মন্ডলের হাট এলাকার সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আহসান হাবীব নান্নু রংপুরে স্ত্রীকে রেখে মোটরসাইকেল যোগে কুড়িগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে মীরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পেশায় ইউটিউবার ছিলেন। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment