Monday, March 14, 2022

বাংলা একাডেমির মঞ্চে কাশফুল

 


নিজস্ব প্রতিবেদক 
সুরের মূর্ছনা নাচের তালে আর আবৃত্তির ছন্দ মিলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। গত ১০ মার্চ বাংলা একাডেমির আমন্ত্রনে অমর একুশে বই মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে রংপুর বিভাগ থেকে অংশ নেয় উত্তর জনপদের প্রত্যন্ত অঞ্চল কাউনিয়া উপজেলার কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিভাবান একঝাঁক শিল্পী।

বাংলা একাডেমির বর্ণিল মঞ্চে সরকারের উন্নয়ন, নিবেদিত বঙ্গবন্ধু, ভাষা শহীদ মুক্তিযুদ্ধ ঘিরে সাড়িসাড়ি গান, নৃত্য-কবিতা আবৃত্তি এবং ভাওয়াইয়া গান গেয়ে আঞ্চলিক ঐতিহ্য তুলে ধরে কাশফুলের শিল্পীরা। ভার্চুয়ালি অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সভাপতি মাহমুদুল হাসান পিন্টুর পরিচালনা, গ্রন্থনা উপস্থাপনায় স্থানীয় উদিয়মান শিল্পী পল্লবী সরকার, মিয়া মামুন, সুমন, রাজা, শিহা, রুনালায়লা, সুমাইয়া, অন্তরা, শফি, আমেনা, আশা আলোর অনবর্ত মনমুগ্ধ পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে দর্শক-শ্রোতা সবার। 

No comments:

Post a Comment