নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া থানাপুলিশ অভিযান চালিয়ে হাসান আলী (২৪) নামে এক অটোচার্জার চোরকে গ্রেফতার করেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরপিএমপি তাজহাট থানার মডার্ন মোড় মিলনপাড়া (মসজিদ পাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার হারেছ মিয়ার ছেলে। এ সময় তার হেফাজতে থাকা সবুজ রংয়ের একটি চোরাই অটোচার্জার উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর অটোচালক সাইফুল ইসলাম সুমনের অটোচার্জারে সাতমাথা থেকে তিস্তা রেল ব্রীজ আসার জন্য রিজার্ভ নিয়ে আসে একটি চোর চক্র। সেখানে পৌঁছার পরে তাদের ঘুরাফেরার একপর্যায়ে তারা অটোচালককে বোকা বানিয়ে কৌশলে অটোচার্জারটি চুরি করে নিয়ে যায়।
এ সংক্রান্তে কাউনিয়া থানায় মামলা হলে ওসি মাসুমুর রহমানের নির্দেশে এসআই রাসেল পারভেজ ঘটনায় জড়িত আসামী হাসান আলীকে একটি চোরাই অটোচার্জারসহ গ্রেফতার করে। ওসি জানান, চোরাই অটোচার্জার উদ্ধার অভিযান অব্যাহত আছে। ধৃর্ত আসামীকে পরদিন রোববার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment