ডায়েরী সুত্রে জানাগেছে, তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবিদ হাসান আদিয়াত তার নানা বাড়ি সংলগ্ন ওই মাদ্রাসার আবাসিকে থাকতো। গত ২ এপ্রিল ২০২২ তারিখ সকালে আদিয়াত মাদ্রাসায় নাস্তার বিরতির পর আর ফিরে না এলে মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম ওই নিখোঁজ ছাত্রের নানাকে জানায় তার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ খবর পেয়ে তার পরিবার হন্যে হয়ে তাদের সকল আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাকে কোথাও খুঁজে পাননি। অবশেষে নিরাশ হয়ে সোমবার (০৪ এপ্রিল) কাউনিয়া থানায় জিডি করেন।
মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম জানান, গত শনিবার সকালে আদিয়াত মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি, তারপর থেকে সে নিখোঁজ হয়। আমরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার নানা বাড়িতে বিষয়টি জানাই।
এদিকে সন্তানের খোঁজ না পেয়ে আদিয়াতের পিতা-মাতা এবং স্বজনরা দূঃচিন্তায় নিদ্রাহীন প্রহর কাটাচ্ছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, মাদ্রাসা ছাত্র আবিদ হাসান আদিয়াত নিখোঁজ সংক্রান্তে সব থানায় অবগত করা হয়েছে। তাকে খুঁজে পেতে কাউনিয়া থানাপুলিশ তৎপর রয়েছে।

No comments:
Post a Comment