Monday, February 14, 2022

কাউানয়ায় আবারও মোটর সাইকেল চুরি

 


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় থামছেনা মোটর সাইকেল চুরি। দিনদুপুরে আবারও উপজেলা পরিষদ চত্বর থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামের সামনে থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর পৌঁনে ১২টার দিকে নিজদর্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান মুকুলের ব্যবহৃত ডিসকভার নীল রংয়ের ১২৫ সিসি (রংপুর ১৪-০৫০৫) মোটর সাইকেল চুরি হয়ে যায়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি।

মোখলেছুর রহমান মুকুল জানান, মেয়েকে করোনার ২য় ডোজ টিকা দিতে এসে মোটর সাইকেলটি পুরাতন অডিটোরিয়ামের সামনে রেখে মাধ্যমিক শিক্ষা অফিস কেন্দ্রে যান। এর কিছু সময় পর ফিরে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই, লক ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়রা বলেন, সিসি ক্যামেরা থাকায় উপজেলা পরিষদ পুরো সুরক্ষিত থাকলেও বিশৃঙ্খল পরিবেশে করোনার টিকা কার্যক্রম চলায় সেই সুযোগ নিয়েছে চোর চক্র।

ভুক্তভোগীরা বলছেন, মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেলেও তা অভিযোগেই সীমাবদ্ধ, পুলিশী তৎপরতার অভাবে একটিও উদ্ধার হয়নি।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

-এমআর

1 comment:

  1. Casino Games - JTM Hub
    Join today 군산 출장샵 to 하남 출장마사지 play Casino Games for real money on JTM 태백 출장안마 Hub! Play all the 사천 출장안마 exciting Casino Games including Slots, 피망 포커 Blackjack, Roulette and more!

    ReplyDelete