Thursday, December 23, 2021

কাউনিয়ায় জিংক ধান ভেল্যু চেইন এ্যাক্টরদের কর্মশালা

 


নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় জিংক ধান ভেল্যু চেইন এ্যাক্টরদের নিয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হারভেষ্টপ্লাস অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত কোর প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

আরডিআরএস বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কর্মশালার উদ্দেশ্য মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মো. শাহীনুর ইসলাম। তিনি বলেন, বর্তমানে মানসম্মত জিংক সমৃদ্ধ ধান বীজের উৎস এবং কৃষকের উৎপাদিত ধান থেকে রাইস মিলার চাল ব্যবসায়ীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে কার্যক্রমের পরিধি আরো গতিশীল হচ্ছে।

বায়োফর্টিফাইড ক্রপস হিসেবে আসন্ন বোরো মৌসুমে অধিক ফলনশীল জিংক সমৃদ্ধ জাত ব্রিধান ৭৪ এবং জিংক আয়রন সমৃদ্ধ জাত ব্রিধান ৮৪ উৎপাদন বাড়ানোর পাশাপাশি জিংক সমৃদ্ধ চাল ভোক্তার নিকট সহজে পৌঁছানোর কৌশল আলোকপাত করেন তিনি।

কর্মশালায় অংশগ্রহনকারী সকলেই জিংক ধান উৎপাদন, প্রচারনা অভিজ্ঞতার বিষয়ে মতামত প্রকাশ করেন এবং উপলদ্ধি করেন যে, বর্তমান সময়ে জিংক অতি প্রয়োজনীয় খনিজ উপাদান এবং এর অভাবে শিশু মায়েদের স্বাস্থ্যগত মারাত্মক ঝুঁকি বাড়ে। তাই জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ধান উৎপাদনে সকলের এগিয়ে আসা উচিত।

কর্মশালায় নেতৃস্থানীয় কৃষক-কৃষাণী, ডিলার, উদ্যোক্তা, কোম্পানী প্রতিনিধি সাংবাদিকসহ ৩৮ জন অংশ গ্রহণ করেন।

1 comment:

  1. Best casino site - LuckyClub
    LuckyClub is the official betting site of Lucky Club. You can now luckyclub bet with our exclusive range of exciting casino games. The site is also open to  Rating: 4.2 · ‎Review by LuckyClub

    ReplyDelete