নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে বাদশা আলম খাদেম নামে এক মধ্যবয়সী ছাগল ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌঁনে দুইটার দিকে উপজেলার তকিপল হাট রেলক্রসিংয়ের পশ্চিমে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই চওড়া গ্রামের মৃত মনাই মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানায়, তকিপল হাটে ছাগল কিনতে এসে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। একই সময় দিনাজপুর বিরল থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৬২নং কমিউটার ট্রেন ঘটনাস্থল অতিক্রম করছে। কানে কম শুনতে পাওয়া শ্রবণশক্তি রোগে আক্রান্ত বাদশা আলম খাদেম ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিন্নভিন্ন হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে গোয়েন্দা শাখার এএসআই মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর
এমআর
No comments:
Post a Comment