নিজস্ব সংবাদদাতা
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে শশুরের বাড়িঘর দখল করে থাকা জমির বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে শ্যালকের সাথে বিরোধ চলে আসছে। শ্যালককে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ও কন্যা সন্তানকে মারপিট করে আহত করার অভিযোগ ওঠেছে।
রোববার (৯ মার্চ) দুপুরে স্থানীয় জিন্নাহ্ ফাউন্ডেশন হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন রাজীব গ্রামের রিয়াজুলের স্ত্রী হালিমা আক্তার রুনা।
হালিমা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ঘটনারদিন শনিবার বিকেলে তার স্বামী রিয়াজুল ইসলাম বাড়িতে না থাকায় তার ননদের স্বামী বিনোদমাঝি গ্রামের সরফ উদ্দিনের ছেলে শোয়েব (৪২) এবং তার বড়ভাই অপর ননদের স্বামী আজাদুল ইসলাম (৪৮) দুই ননদ জেসমিন ও শারমিনসহ তার ঘরে ঢুকে কোন কিছু বুঝে উঠার আগেই কিলঘুষি ও লাঠিসোটা দিয়ে মারপিট শুরু করেন। তাকে মারপিট করতে দেখে ছোট মেয়ে রুকাইয়া তাছনিন রুহি (১০) মাকে বাঁচতে এগিয়ে আসলে তাকেও লাথি মেরে মাটিতে ফেলে দেয়।
ভুক্তভোগী হালিমা আক্তার বলেন, এ সময় তার হাতে থাকা বাটন মোবাইল ফোন সেটসহ শয়নঘরের র্যাকে থাকা ৮৬ হাজার টাকা নিয়ে নেয়। পরে মা-মেয়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন। এছাড়া দুই ননদ ও তাদের স্বামীরা তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার পেতে পুলিশ প্রশাসন ও সরকারের নিকট আবেদন জানিয়েছেন এবং তার ও পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা চেয়েছেন।
এমআর
No comments:
Post a Comment