Saturday, June 21, 2025

কাউনিয়ায় প্রাইভেটকারে মিললো ১১ কেজি গাঁজা, চালক পলাতক

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। পলাতক অজ্ঞাত মাদক কারবারী প্রাইভেটকার চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, শুক্রবার (২০ জুন) রাত পৌঁনে ১২টায় এসআই সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন হাইওয়ে-০২ পার্টির সঙ্গে মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে কুড়িগ্রাম/লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কের উপর একটি প্রাইভেটকারে থাকা অজ্ঞাত কারচালক পুলিশের উপস্থিতি টের পেয়ে কালো রংয়ের প্রাইভেটকার (বগুড়া-গ ১১০০৫৮) রাস্তার উপর ফেলে অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের ব্যাকডালায় বিশেষ কায়দায় রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

ওসি জানান, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ১৯ (খ)/৩৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এমআর

No comments:

Post a Comment