Thursday, June 19, 2025

কাউনিয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা 

স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) কাউনিয়া মহিলা কলেজ হলরুমে কলেজের সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রভাষক মো. আশরাফুল ইসলাম সরকারের সঞ্চালনায় পরীক্ষার্থী মোছা. রুবিনা আক্তারের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আক্তারুজ্জামান মন্ডল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, গভনিং বডির সদস্য মো. হুমায়ুন কবির খোকন। 

বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক রঞ্জিত কুমার বর্মন, সহকারী অধ্যাপক মো. খোরশেদ আলম আকন্দ, সহকারী অধ্যাপক মো. গোলাম আযম, প্রভাষক মো. সাইফুল ইসলাম, শিক্ষার্থী মোছা. কানিজ ফাতেমা প্রমুখ। 

এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, 'আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান থেকে তোমাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও ফিরে এসে জন্মস্থানকে আলোকিত করতে হবে।' 

পরীক্ষার্থীদের পক্ষে মোছা. কানিজ ফাতিমা  বলেন, 'আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয় বিদ্যাপীঠ থেকে আর স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মুহূর্ত। আপনাদের কাছ থেকে আদর-স্নেহ আর যতটুকু ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম বয়ে আনতে পারি।' 

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় কাউনিয়া মহিলা কলেজের ১৪৭ জন পরীক্ষার্থী অংশ নিবেন। 

এমআর

No comments:

Post a Comment