Tuesday, September 23, 2025

কাউনিয়ায় কিশোরী অপহরণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের কাউনিয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। উপজেলার সাহাবাজ গ্রামের আহাদ আলীর স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে ভাতিজীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করেন। 

আসামীরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কন্টনগর গ্রামের সুলতানা আহমেদের ছেলে উজ্জ্বল হোসেন (২৫) তার বন্ধু একই এলাকার আব্দুল মান্নানের ছেলে হেলাল উদ্দিন (২৫) সঙ্গীয় অজ্ঞাত চার-পাঁচ জন। 

কিশোরীর ফুফু রেহেনা আক্তার বলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের সাইফুল আলম বাবুর মেয়ে ও তার ভাতিজী নাহিদা সুলতানা নিহা (১৪) ওখানে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। মাদ্রাসায় যাতায়াতের পথে আসামী উজ্জ্বল হোসেন বিভিন্ন সময়ে প্রেম নিবেদন করতো। এতে সাড়া না পেয়ে আসামীরা ওই কিশোরীকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে। অতিষ্ট হয়ে নিহার বাবা এক পর্যায়ে ফুফু বাড়ি থেকে পড়াশুনা চালিয়ে যেতে গত ১০ সেপ্টেম্বর কিশোরী মেয়েকে কাউনিয়াতে পাঠিয়ে দেয়। 

তিনি আরও বলেন, পূর্বপরিকল্পনা মোতাবেক গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তার বাড়ির সামনে থেকে ওৎ পেতে থাকা আসামীরা ধারালো অস্ত্রের মুখে নাহিদা সুলতানা নিহাকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় সেদিনই কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি পরে রংপুর আদালতে অপহরণ মামলা করা হয়। মামলা নং সিআর- ৩০/২৫। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, এ ঘটনায় জিডি মূলে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে করা মামলায় তদন্ত কার্যক্রম ও অপহৃত কিশোরীকে উদ্ধারে পিবিআইকে ন্যস্ত করা হয় । 

এমআর

No comments:

Post a Comment