রংপুরের কাউনিয়ায় গৃহবধু আয়শা আক্তার সুখী হত্যা মামলার প্রধান আসামী স্বামী জুয়েল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জুয়েল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) আসামী জুয়েলকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ১১(ক)/ ৩০ ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নিজপাড়া গ্রামে স্বামীর বসতবাড়ীর ঘর থেকে স্ত্রী আয়শা আক্তার সুখীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সুরাতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ ছিল, যৌতুকের দাবী পুরন করতে না পারায় আয়শা আক্তার সুখীকে হত্যার পর লাশ ওড়নার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহত সুখীর পিতা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামীসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যা ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে খুলনার বটিয়াঘাটা থানাধীন এলাকা থেকে আসামী জুয়েলকে আটক করে র্যাব। খবর পেয়ে পরদিন রোববার দুপুরে বটিয়াঘাটা থানায় হেফাজতে থাকা আসামী জুয়েলকে গ্রেফতার করে গভীর রাতে থানায় নিয়ে আসা হয়।
মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও এজাহারভুক্ত অন্য আসামীদের গ্রেফতারে নিবিরভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসামী জুয়েলকে রিমান্ড চেয়ে আদালতে আবেদনের প্রস্তুতি চলছে।
এমআর

No comments:
Post a Comment