Saturday, December 14, 2024

কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা 

যথাযোগ্য মর্যাদায় রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শহীদবাগ ইউনিয়নে বল্লভবিষু জুড়াবান্দা বধ্যভুমিতে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. রজব আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডল, সদস্য সচিব সেকেন্দার আলী বিএসসি প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ। দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এমআর

No comments:

Post a Comment