Monday, January 27, 2025

কাউনিয়ায় পুত্রবধুঁকে ধর্ষণ চেষ্টা মামলায় শশুর আটক

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় স্বীয় পুত্রবধুঁকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত রোববার (২৬ জানুয়ারী) রাত অনুমান ১১টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

থানাপুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা গ্রামের নামাচর এলাকার মৃত কেন্দু শেখের ছেলে মো. আব্দুস সালাম তার ছেলে আলমগীর হোসেনের স্ত্রীকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার রাতে তার ছেলে বাড়িতে না থাকায় শশুর আব্দুস সালাম পুত্রবধুঁর ঘরে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। 

এসময় ভুক্তভোগী পুত্রবধুঁর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে শশ্বর আব্দুস সালামকে আটক করে জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়। এরপর পুলিশ সোমবার সকালে এসে জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত আব্দুস সালামের বিরুদ্ধে ছেলে মো. আলমগীর হোসেন তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিমকে থানায় নিয়ে আসে। আলমগীর হোসেন বাদী হয়ে তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে আসামি আব্দুস সালামকে সোপর্দ এবং পুত্রবধুঁর জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এমআর

No comments:

Post a Comment