নিজস্ব সংবাদদাতা
২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজ একাডেমিক ভবনের চতুর্থ তলায় ছাত্র মিলনায়তনে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম সফি।
কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ মো. জোনায়েদ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম প্রমূখ।
পরে স্নাতক (পাস) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment