Friday, June 27, 2025

কাউনিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মমিনুল ইসলাম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টায় উপজেলা সদরের শাহাবাজ গ্রামে আর-কে রোড সংলগ্ন জনৈক মিঠু'র মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাউতাড়া (রাটতারা) গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। 

জেসিও নং-৯৫৯৬, নায়েব সুবেদার (বিজিবি) আফিল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিপিএসসি র‌্যাব-১৩ এর টহল অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাউনিয়ার শাহাবাজ গ্রামে রংপুর হতে লালমনিরহাটগামী পাঁকা রাস্তার ডান পাশ সংলগ্ন জনৈক মিঠু'র মুদি দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়বিক্রয় করছে। 

ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম কৌশলে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধৃত মমিনুল ইসলামের হেফাজত হতে প্লাস্টিকের বস্তায় রাখা ১৩৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন, মাদক কেনাবেচার নগদ ৪ হাজার টাকা এবং অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত Apache RTR 160CC মোটরসাইকেল উদ্ধার করেন। পরে মমিনুল ইসলামকে থানাপুলিশে হস্তান্তর করে র‌্যাব-১৩। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, ধৃত মমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৩৮ একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। 

এমআর

No comments:

Post a Comment