Thursday, June 26, 2025

কাউনিয়ায় এইচএসসি ও সমমানে প্রথমদিনে অনুপস্থিত ২৯ পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা 

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জুন) রংপুরের কাউনিয়ায় এইচএসসি ও সমসান পরীক্ষা ২০২৫ উপজেলার কলেজ, মাদরাসা ও বিএম শাখা মিলে ২০৩০ জন পরীক্ষার্থী ৬টি কেন্দ্র থেকে অংশগ্রহণ করছেন। এরমধ্যে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত হয়েছেন ২৯ পরীক্ষার্থী। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এইচএসিতে কাউনিয়া কলেজ কেন্দ্রে ৩৭৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫ জন, মীরবাগ কলেজ কেন্দ্রে ৬৮ পরীক্ষার্থীর অনুপস্থিত ৩ জন, কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৫৬৪ পরীক্ষার্থীর অনুপস্থিত ২ জন, হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে ৪৮২ পরীক্ষার্থীর ৫ জন অনুপস্থিত হয়েছেন। তবে হারাগাছ সরকারি কলেজ কেন্দ্রের ১৮৪ পরীক্ষার্থীর কেউ অনুপস্থিত নেই। এছাড়া আলিমে নিজপাড়া মাদরাসা কেন্দ্রে ২০৮ জন পরিক্ষার্থীর ১৩ জন অনুপস্থিত ছিলেন এবং কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের অধীন বিএম শাখার ১৪৮ পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত হয়েছেন। 

তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক সার্বক্ষণিক তদারকি করেন। 

এমআর

No comments:

Post a Comment