নিজস্ব সংবাদদাতা
আদালত অবমাননার আটকাদেশের পরোয়ানা মূলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। তিনি হারাগাছের নাজিরদহ ঠাকুরদাস গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে আদালত কর্তৃক ৩০ দিনের আটকাদেশপ্রাপ্ত পরোয়ানা মূলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এমআর

No comments:
Post a Comment