নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন প্রমূখ। বিজয় র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাডভোকেট ফজলুর রহমার ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এমদাদুল হক ও সেক্রেটারী মো. রমজান আলী প্রমূখ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা কার্যালয় থেকে আরেকটি বিজয় মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে এসে এনসিপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন- এনসিপি কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, কমিটির সদস্য জুয়েল রানা, সংগঠক আবু রায়হান মিয়া, সংগঠক মোসলেম উদ্দিন প্রমূখ।
এমআর
No comments:
Post a Comment