Sunday, August 3, 2025

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ১২


নিজস্ব প্রতিবেদক 

রংপুরের কাউনিয়ায় মিলাদ মাহফিল চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। 

রোববার (০৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মৃত জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)। 

হতাহতরা সবাই ফরিদপুরের আটরশি দরবার শরিফের অনুসারী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ আমতলা বাজারে নজর আলী নামে একজন ব্যবসায়ী নতুন একটি সারের দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন। 

অনুষ্ঠান চলাকালেই দোকানের উপরে দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ব্যবহৃত মাইকের বাঁশ হঠাৎ স্পর্শ করলে শর্টসার্কিট ঘটে এবং মাইকের ব্যাটারিতে বিস্ফোরণ হয়। মুহূর্তেই পুরো দোকানঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। 

এতে মিলাদে অংশ নেওয়া একাধিক মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও শরিফুলকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআর

No comments:

Post a Comment