Wednesday, October 22, 2025

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ রানা মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপজেলা সদরের সানাইমোড় সংলগ্ন ফকির মার্কেটে স্বীয় ইলেকট্রনিক্স মেকানিক্স দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া মৌজার সানাইমোড় সংলগ্ন ফকির মার্কেটে অভিযান চালিয়ে রানা মিয়াকে গ্রেফতারপূর্বক তার দেহ তল্লাশী করে পরিহিত ট্রাউজারের দুই পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ধৃর্ত রানা মিয়া ইলেকট্রনিক্স মেকানিক্স দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment