নিজস্ব সংবাদদাতা
'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি' শ্লোগানে রংপুরের কাউনিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারি কমিশনার (ভুমি) অঙ্কন পাল এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, বিআরডিবি অফিসার মোছা. আফসানা জাহান কাকলী, প্রেসক্লাব কাউনিয়া সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমূখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment