নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় অনূর্ধ্ব ১৭ নারী ও পুরুষ ফুটবল টিম বাছাই কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে অনূর্ধ্ব ১৭ নারী ও পুরুষ ফুটবল টিমের প্রীতি ফুটবল ম্যাচে বাছাই ও খেলা উপভোগ এবং টিমের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় সাথে ছিলেন- কাউনিয়া টিম ম্যানেজার ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, হেড কোচ কাউনিয়া ফুটবল একাডেমির পরিচালক মো. হুমায়ুন কবীর তারা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, আগামীকাল জেলা স্টেডিয়াম মাঠে রংপুর সদর টিম ও কাউনিয়া টিম আন্তঃজেলা অনূর্ধ্ব ১৭ নারী ও পুরুষ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমআর
No comments:
Post a Comment