নিজস্ব সংবাদদাতা
"এসো হে নবীন সবুজ চত্বরে, শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও" প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ হলরুমে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল আলম সফি।
ইংরেজি বিভাগের প্রভাষক রিতা বেগম ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দেবাশীষ মহন্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- কলেজের উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আব্দুল জলিল, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, আইসিটি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক শাহ্ ফখরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলেফনুরসহ অনেকে।
পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কলেজের প্রশাসনিক ভবনের সামনে নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এমআর

No comments:
Post a Comment