Sunday, August 31, 2025

কাউনিয়ায় টেপামধুপুর গালর্স স্কুল এন্ড কলেজে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা 

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষথেকে টেপামধুপুর গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতৃবৃন্দ। 

রোববার (৩১ আগষ্ট) বিকেলে স্বীয় কার্যালয়ে টেপামধুপুর গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। 

বক্তব্য দেন- টেপামধুপুর গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সিনিয়র প্রভাষক হাসিনা বুলবুল, সিনিয়র প্রভাষক আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক ললিত চন্দ্র বর্মন। 

এ সময় টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, টেপামধুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া, টেপামধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দিন দিপুসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় কালে প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে প্রতিকূলতার নানাদিক তুলে ধরেন শিক্ষকরা। বক্তব্যে বিএনপির প্রতি সমর্থন এবং শিক্ষার অভিগম্যতায় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতৃবৃন্দ। পরে দেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। 

এমআর

No comments:

Post a Comment