Tuesday, September 23, 2025

কাউনিয়ায় ডোবায় ভাসছিলো শিশুর মরদেহ পুকুরে বৃদ্ধার

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় কুর্শা ও বালাপাড়া ইউনিয়নে পৃথকভাবে পানিতে ডুবে বৃদ্ধা ও শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ও বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে এসব ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আবু সাঈদ (১১ মাস) কুর্শার চন্ডিপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং বৃদ্ধা শহিজন (৭৪) বালাপাড়ার সাহাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় শিশুটির মা তাকে বসতঘরে ঘুমিয়ে রেখে বড় ছেলেকে দেখে রাখার জন্য বলে বাড়ির পাশে জমিতে ঘাষ কাটতে যায়। বাড়িতে ফিরে দেখেন বড় ছেলে খেলতে গেছে তার ছোট ছেলে আবু সাঈদ বিছানায় নেই। খোজাখুজির একপর্যায়ে বসতবাড়ির মেইন গেটের সামনে শিশুটিকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে। 

একইদিন দুপুর পৌনে ২টার দিকে বসতবাড়ির পাশে গভীর পুকুরে বৃদ্ধা শহিজনের মরদেহ ভেসে উঠলে তার পড়নের কাপড় দেখে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। ওই বৃদ্ধা সোমবার সন্ধ্যায় সকলের অগচরে বাড়ি থেকে বের হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে শারিরিক ও মানসিক সমস্যায় ভুগছিলো। তার চোখের ও কানের সমস্যা ছিলো। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবারদের কোন অভিযোগ না থাকায় থানায় পৃথকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। 

এমআর





No comments:

Post a Comment