Thursday, November 28, 2024

কাউনিয়া কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা 

স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ফারুক আজম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম সফি।

বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. জুনায়েদ আহমেদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, জীববিজ্ঞান বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ড. জালাল উদ্দিন মোল্লা, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক শাহ্ রায়হান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোহাম্মদ মহসিন হীরা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, ইংরেজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মজনু প্রমূখ।

কলেজের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে কবিতা, হামদ, নাত, কেরাত ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নাটিকা পরিবেশন করেন।

বক্তারা বলেন, দেশের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে। বৈষম্যবিরোধী চেতনা জাগ্রত রাখতে হবে যাতে বাংলাদেশের সকল ক্ষেত্রে আর কখনো বৈষম্য ফিরে না আসে। এবং দেশ ও জনগণের কল্যাণ সাধিত হয়।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআর

No comments:

Post a Comment