Wednesday, October 18, 2023

নানা আয়োজনে কাউনিয়া কলেজে শেখ রাসেল দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা 
নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

কলেজ হলরুমে দিবসের আলোচনা সভায় অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, প্রভাষক আবু মো. আহসান সিদ্দিক পল্লব, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন প্রমূখ।

আলোচনা শেষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ এবং শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি কলেজ মাঠে প্রদক্ষিণ শেষে বিভিন্ন ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment