নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া থানাপুলিশ ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি দম্পতিকে আটক করেছে। উপজেলার তকিপল বাজারের একটু উত্তরে নিজ বাড়ি থেকে এ দম্পতিকে আটক করা হয়। তারা হলেন- হরিশ্বর গ্রামের সহিদার রহমানের ছেলে নুর জামাল (৪৮) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে এসআই বুলবুল আহাম্মেদ, এসআই ওসমান গণি, এএসআই আনোয়ারুল ইসলাম, এএসআই মাসুদ রানা-১ সঙ্গীয় কনস্টেবল মৌসুমী খাতুন ও সামিয়া আক্তারদ্বয় তকিপল বাজারের উত্তরে হরিশ্বর মাহাম বাজার এলাকায় এ দম্পতির নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। এ সময় তাদের দেওয়া তথ্যে স্বীয় বসতঘরে তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার এবং গাঁজা বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
কাউনিয়া থানার ওসি মাহাফুজার রহমান জানান, ধৃর্ত দম্পতি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। এরমধ্যে নুর জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমআর
No comments:
Post a Comment