নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে নব্বইদশক ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বুধবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ.লীগের সদস্য হাবিবুর রহমান, নব্বইদশক ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকারসহ অনেকে।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এইদিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
এমআর
No comments:
Post a Comment