Saturday, November 11, 2023

কাউনিয়ায় পিতা-পুত্রের দ্বন্দ্বে বসতবাড়িতে আগুন


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় পিতা-পুত্রের পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়ে নিজ বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন হাবিজার রহমান লালু (৬৫)। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দ বালাপাড়া গ্রামে মৌলভীবাজার এলাকায় ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল প্রামানিকের ছেলে।

অগ্নিকান্ডে আসপাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নির্বাপন করেন। আগুনে পুড়ে ফ্রিজ, টিভি, মর্টার, আসবারপত্র কাপড়চোপড়সহ ৪টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাবিজার রহমান লালু এবং মেজ ছেলে সুজন মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি বিরাজ করছে। এসব নিয়ে গত শুক্রবার সুজনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী শশুড়-শাশুড়ি ভাসুরদের নামে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সেইসূত্রে শনিবার সকালে তাদের মধ্যে গালিগালাজ হাতাহাতির এক পর্যায়ে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয় হাবিজার রহমান লালু। অগ্নিকান্ডস্থল থানাপুলিশ জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ক্ষোভ দেখা গেছে।

এমআর


No comments:

Post a Comment