Sunday, November 5, 2023

কাউনিয়া কলেজে স্নাতক প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে স্নাতক (পাস) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) সকাল ১০টায় কলেজ একাডেমিক ভবনের চতুর্থ তলায় ছাত্র মিলনায়তনে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আব্দুল জলিল, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ অনেকে।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তিশা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এরআগে স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর


No comments:

Post a Comment