নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় বাজারে লবন নেই, লবনের সংকট, দাম বাড়বে এসব গুজব ছড়ানো এবং বেশী দামে লবন বিক্রির অভিযোগে মঙ্গলবার
(১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উলফৎ
আরা বেগম উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড বিধি ১৫৮ ধারায় ৫ ব্যবসায়ীর ১৮ হাজার টাকা জরিমানা করেছেন।
তারা হলেন- ভায়ারহাট বাজারের লবন ব্যবসায়ী নজরুল ইসলামের ৫’শ টাকা ও মঞ্জুরুল ইসলামের ৫’শ টাকা, টেপামধুপুর হাটের আব্দুল মতিনের ৫’শ টাকা ও আনোয়ার হোসেনের ৫’শ টাকা, চৈতার মোড় বাজারের জাহাঙ্গীর হোসেনের ৫ হাজার এবং কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী মন্তাজ মিয়ার ১০ হাজার টাকা।
এসময় সাথে ছিলেন স্যানিটারী
ইন্সপেক্টর আবু সাঈদসহ থানা পুলিশ।
-এমআর

No comments:
Post a Comment