Sunday, November 24, 2019

কাউনিয়ায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১’শ ২ ভুয়া পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় চলতি ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী জন ভুয়া পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে

অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৪ নভেম্বর) সকালে প্রাথমিক গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ উলফ আরা বেগম টেপামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে বিভিন্ন হলে চিরুনী তল্লাসী চালিয়ে জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করে তাদের সকল পরীক্ষা বাতিল করেন

টেপামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম জানান, ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা বাতিল হওয়া শিক্ষার্থীরা হলো পপুলার কিন্ডার গার্টেন স্কুলের জন, মোস্তফা ওয়াকফ্ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, সরদার পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, চকিরঘাট বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, শটিবাড়ী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, চরটাবু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, পূর্ব হয়ব খাঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন, আজম খাঁ ইবতেদায়ী মাদ্রাসার জন, জিগাবাড়ী বাহার উদ্দিন ইবতেদায়ী মাদ্রাসার ১৩ জন, চরগনাই ইবতেদায়ী মাদ্রাসার ১৮ জন, মুন্সিপাড়া ইবতেদায়ী মাদ্রাসার ১১ জন, নিলাম খরিদা ইবতেদায়ী মাদ্রাসার জন, টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল মাদ্রাসার জন ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসার জন পরীক্ষার্থীর সকল পরীক্ষা বাতিল করা হয়

-এমআর

No comments:

Post a Comment