নিজস্ব সংবাদদাতাঃ
‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) কর্মসুচী /২০১৯ (অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(০৪ ডিসেম্বর) সকালে কার্যকর ও জবাবদিহিতামূলক
স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প’র আওতায় উপজেলা পরিষদের আয়োজনে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ শাহ্ রেজাউল করিম প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ। পরে নারী নির্যাতন বিরোধী গান ও নাটিকা পরিবেশন করা হয়।
-এমআর
No comments:
Post a Comment