নিজস্ব প্রতিবেদকঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রংপুরে নির্মিত ৮’শ ১৯টি আধাঁ-পাকা ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্যদিয়ে জেলার সকল উপজেলায় বাড়িঘর-জমি-বিদ্যুৎ নেই এমন ভূমিহীন ও গৃহহীন দুঃস্থ পরিবারদের মাঝে দেয়া হয় জমি মালিকানার কাগজপত্রসহ আধাঁ-পাকা ঘরের চাবি।
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি-ঘর-বিদ্যুৎ পেয়ে অনেক খুশি অসচ্ছল পরিবার গুলো। চলতি মাসে আরও ৪’শ ৬৪টি পরিবারকে দেয়া হবে বিনামুল্যের এ সব ঘর। রংপুর জেলায় প্রথম ধাপে ১ হাজার ২’শ ৭৩টি ঘর পাবে ভুমিহীন ও গৃহহীন অসহায় পরিবার।
জেলা প্রশাসক আসিব আহসান জানালেন, প্রথম পর্যায়ে ৮’শ ১৯টি ঘর দেয়া হলো ভুমিহীন পরিবারদের। দেয়া হয়েছে নতুন ঘর, জমির দলিল ও বিদ্যুৎ আলো। দ্বিতীয় পর্যায়ে বাকিদের দেয়া হবে বিনামুল্যের ঘর। যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এ জেলায় ৬ হাজার দুঃস্থ পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’।
-এমআর
No comments:
Post a Comment