Sunday, January 24, 2021

রংপুরে প্রথম ধাপে ৮’শ ১৯টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’

 


নিজস্ব প্রতিবেদকঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রংপুরে নির্মিত ১৯টি আধাঁ-পাকা ঘর ভূমিহীন গৃহহীন পরিবারকে দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্যদিয়ে জেলার সকল উপজেলায় বাড়িঘর-জমি-বিদ্যুৎ নেই এমন ভূমিহীন গৃহহীন দুঃস্থ পরিবারদের মাঝে দেয়া হয় জমি মালিকানার কাগজপত্রসহ আধাঁ-পাকা ঘরের চাবি।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি-ঘর-বিদ্যুৎ পেয়ে অনেক খুশি অসচ্ছল পরিবার গুলো। চলতি মাসে আরও ৬৪টি পরিবারকে দেয়া হবে বিনামুল্যের সব ঘর। রংপুর জেলায় প্রথম ধাপে হাজার ৭৩টি ঘর পাবে ভুমিহীন গৃহহীন অসহায় পরিবার।

জেলা প্রশাসক আসিব আহসান জানালেন, প্রথম পর্যায়ে ১৯টি ঘর দেয়া হলো ভুমিহীন পরিবারদের। দেয়া হয়েছে নতুন ঘর, জমির দলিল বিদ্যুৎ আলো। দ্বিতীয় পর্যায়ে বাকিদের দেয়া হবে বিনামুল্যের ঘর। যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। জেলায় হাজার দুঃস্থ পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে প্রধানমন্ত্রীর উপহারঘর

-এমআর

No comments:

Post a Comment