নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল এবং ১’শ ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ হাজার টাকাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
সোমবার
(২২ ফেব্রুয়ারী) রাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা ব্রীজ (দক্ষিনপাড়) এলাকায় আমিনুলের খাবারের দোকানের সামনে কাউনিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ লালমনিরহাট হতে ঢাকাগামী হযরত শাহ্জালাল-শাহ্পরান (ঢাকা মেট্রো-ব ১৫-৭৭৭৯) বাসে তল্লাশী কালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিন গঞ্জিমারি এলাকার আবুল হোসেন বোতলের ছেলে সাইদুল ইসলাম (২১) কে লকারে রাখা তার চালের বস্তায় থাকা ৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ওসি (তদন্ত) নেতৃত্বে সঙ্গীয় পুলিশের আরেক অভিযানে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের খোকা মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৮) এর স্বীয় বসতঃঘরে তল্লাশী করে ১’শ ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
কাউনিয়াকে জেলার একটি পরিচ্ছন্ন-সুন্দর, মাদকমুক্ত মডেল থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান। তিনি জানান, ধৃতদের নামে নিয়মিত মামলা রুজ্জু করে আদালতে পাঠানো হয়েছে।
-এমআর
No comments:
Post a Comment