নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ১৪০৮৭ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. মমিনুর রহমান, এমপিপিআই মো. রশিদুল ইসলাম প্রমূখ। এবারে একযোগে উপজেলার ১৪৮ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সের ১২৪৪৮ শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১৬৩৯ শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

No comments:
Post a Comment